Text size A A A
Color C C C C
পাতা

অফিস সম্পর্কিত

এক নজরে কন্দাল ফসল গবেষণা উপ-কেন্দ্রে, মুন্সিগঞ্জ।

 

ভুমিকাঃকন্দাল ফসল গবেষণা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর এর গবেষণা কার্যক্রম অনুসরন করে কন্দাল ফসল বিশেষ করে আলু উৎপাদন এলাকার কথা বিবেচনা করে ঢাকা থেকে ২৪ কি:মি: দূরে নদী বেষ্ঠিত মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলায় ১৯৭৭ সালে স্থাপিত হয়। কন্দাল ফসল সমুহের জাত উন্নয়ন অবমুক্তি ও কৃষক পর্যায়ে উন্নত প্রযুক্তি হসত্মামত্মর করে আসছে।

 

অবস্থানঃ কন্দাল ফসল গবেষণা উপ-কেন্দ্র মুন্সিগঞ্জ জেলার ২২২২র্র্ - ২৩৩৫র্ উত্তর অক্ষাংশ হতে ৯০২৮র্- ৯০৩৬র্ পশ্চিম দ্রাঘিমাংশে অবস্থিত।

 

আয়তনঃপ্রায় ১১ একর, এর মধ্যে অফিস- ০.৫২ একর, আবাসিক ০.৭৫ একর, পুকুর ও রাসত্মা ১.৪৯ একর এবং ডোবা ১.৭৮ একর, বাকী ৬.৪৭ একর গবেষণা পস্নট।

 

মাটিঃবেশির ভাগই নিচু জমি। মাটি মুলত দোয়াশ প্রকৃতির। PHমান ৫.২-৭.৫।

 

জাত প্রযুক্তিঃ- প্রায় ৪০ টি আলুর জাত ৮ টি মিষ্টি আলুর ২ টি কচুর জাত এবার আরো কিছুর জাত অবমুক্তির অপেক্ষায় আছে।

 

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ছয়টি স্বতন্ত্র গবেষণা কেন্দ্রের মধ্যে, কন্দাল ফসল গবেষণা কেন্দ্র একটি। কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের দুইটি উপকেন্দ্র রয়েছে যার মধ্যে কন্দাল ফসল গবেষণা উপ-কেন্দ্র,মুন্সীগঞ্জ অন্যতম। অত্র কেন্দ্রের কর্যক্রম ১ অক্টোবর ১৯৭৭ সাল থেকে শুরম্ন হয়।

ছবি