Text size A A A
Color C C C C
পাতা

কী সেবা কীভাবে পাবেন

নিন্মলিখিত উদ্দেশ্য গুলো বাসত্মবায়নের মাধ্যমে উপকেন্দ্রটি তার লক্ষে পৌছাতে বদ্ধপরিকর:

আলুসহ অন্যান্য কন্দাল জাতীয় ফসলের জাতের উন্নয়ন এবং অত্র এলাকার জন্য উপযোগী জাতে নির্ধারন।

আলু ও অন্যান্য কন্দাল ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য উন্নত প্রযুক্তির উদ্ভাবন।

কৃষকদের মাঝে নতুন উদ্ভাবিত জাতের বিসত্মার ঘটানোর জন্য উদ্ভাবিত জাতের বীজ আলু উৎপাদন।

            ট্রেনিং, বিভিন্ন কর্মসালা মাঠ প্রদশনী মাঠ দিবস এবং মাঠ পরিদর্শনে মাধ্যমে টিসিআরসি কর্তৃক উদ্ভাবিত নতুন প্রযুক্তি গুলোকে কৃষক,কৃষি সম্প্রসারণ

এবং এনজিও  কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে বিসত্মার ঘাটানো।

 

 

প্রযুক্তি হস্তান্তর

  1. আলু ও মিষ্টি আলুর উন্নত উৎপাদন পদ্ধতি।
  2. বিনা চাষে আলু উৎপাদন।
  3. কম সার প্রয়োগ করে আলু উৎপাদন।
  4. আলু ও মিষ্টি আলুর প্রক্রিয়াজাত করন।
  5. কৃষক পর্যায়ে বীজ আলুর উৎপাদন পদ্ধতি
  6. স্বাভাবিক তাপমাত্রায় বসত বাড়িতে আলু সংরক্ষন।
  7. আলুর নাবি-ধ্বসা রোগ দমনে ছত্রাক নাশক নির্ধারন
  8. এ ছাড়াও কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধাণ কল্পে পরীক্ষণগ্রহণ করা হয়।

 

 

 

প্রশিক্ষণও কর্মশালা

          বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি কৃষক পর্যায়ে হসত্মামত্মরের জন্য বিভিন্ন প্রশিক্ষণও কর্মশালার আয়োজন করা হয়। গৃহিত বিভিন্ন প্রশিক্ষণও কর্মশালার নাম-

           

১. কৃষক পর্যায়ে বীজ আলু উৎপাদন প্রশিক্ষণ।

            ২. স্বাভাবিক তাপমাত্রায় বসত বাড়িতে আলু সংরক্ষনের প্রশিক্ষণ।